০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকির বাজার আনন্দ আইডিয়া ইসলামিক স্কুলে মিলাদ ও পুরস্কার বিতরণ কুমিল্লার দেবিদ্বারে মাদক কেলেঙ্কারিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যায় ক্লাস স্থগিত ঘোষণা কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার

  • তারিখ : ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 5468

জহিরুল হক বাবু/বি এম ফয়সাল

কুমিল্লা শহরের এক বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত দুজন হলেন কুমিল্লা আদালতের সাবেক কর্মকর্তা প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার (৫০) এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েল ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) ।

নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক প্রশাসন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বা সময় এখনো জানা যায়নি।

“সিসি ক্যামেরার ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, সাড়ে তিন বছর আগে ওই বাসা ভাড়া নিয়েছিলেন নুরুল ইসলাম। গত বছর তার মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন।

তাহমিনার তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে তাজুল ইসলাম ফয়সাল হাই কোর্টের আইনজীবী, তিনি ঢাকাতেই থাকেন। আর ছোট ছেলে সাইফুল ইসলাম আল আমিন কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। তিনি এমনিতে কুমিল্লায় থাকলেও রোববার ছিলেন ঢাকায়।

রানা বলেন, “তারা বাড়িতে থাকলেও অন্য কারো সাথে তেমন কথাবার্তা বলতেন না। গতকাল রাতে দুই ছেলে ঢাকা থেকে বাসায় এসে ঘরের দরজা খোলা দেখে। তারা ভেবেছিল, তাদের মা ও বোন হয়ত ঘুমিয়ে আছে।

“কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কোনো সাড়া শব্দ না পেয়ে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯ এ কল পেয়ে আজ ভোরবেলা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায়।“

বাড়ির মালিক রানা বলেন, “সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি রোববার দিনের বেলায় ওই বাসায় আসা-যাওয়া করেছিল। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”

error: Content is protected !!

কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার

তারিখ : ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু/বি এম ফয়সাল

কুমিল্লা শহরের এক বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত দুজন হলেন কুমিল্লা আদালতের সাবেক কর্মকর্তা প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার (৫০) এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েল ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) ।

নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক প্রশাসন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বা সময় এখনো জানা যায়নি।

“সিসি ক্যামেরার ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, সাড়ে তিন বছর আগে ওই বাসা ভাড়া নিয়েছিলেন নুরুল ইসলাম। গত বছর তার মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন।

তাহমিনার তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে তাজুল ইসলাম ফয়সাল হাই কোর্টের আইনজীবী, তিনি ঢাকাতেই থাকেন। আর ছোট ছেলে সাইফুল ইসলাম আল আমিন কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। তিনি এমনিতে কুমিল্লায় থাকলেও রোববার ছিলেন ঢাকায়।

রানা বলেন, “তারা বাড়িতে থাকলেও অন্য কারো সাথে তেমন কথাবার্তা বলতেন না। গতকাল রাতে দুই ছেলে ঢাকা থেকে বাসায় এসে ঘরের দরজা খোলা দেখে। তারা ভেবেছিল, তাদের মা ও বোন হয়ত ঘুমিয়ে আছে।

“কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কোনো সাড়া শব্দ না পেয়ে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯ এ কল পেয়ে আজ ভোরবেলা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায়।“

বাড়ির মালিক রানা বলেন, “সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি রোববার দিনের বেলায় ওই বাসায় আসা-যাওয়া করেছিল। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”