
নিজস্ব সংবাদদাতা॥
আমেরিকার নিউইয়র্কে এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি)-এর নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক কর্মীদের উপর সন্ত্রাসী হামলা শুধু নিন্দনীয় নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় স্থানীয় এনসিপির হোমনা উপজেলার প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকার, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক আব্দুর রহিম, যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ, যুগ্ম সমন্বয়ক মঙ্গল মিয়া, যুগ্ম সমন্বয়ক শ্রমিক ইউনিয়ন মোঃ শফিক প্রমুখ। এতে বিক্ষোভকারীরা এনসিপি নেতাকর্মীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷