
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা সদরের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলূম মাদ্রাসায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
আলহাজ্ব হাফেজ আমিনুল ইসলামকে সভাপতি,মাওলানা হাফেজ অলিউল্লাহকে সেক্রেটারি ও মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফারকে সাংগঠনিক সম্পাদক করে মুরাদনগর উপজেলা নূরানী তালিমুল কোরআন বোর্ডের ২১সদস্য বৈশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
এসময় সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত নূরানী শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত সাহেব। হিফজ ও কিতাব বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন নোয়াখালী জেলার অন্তর্গত জামিয়া ইসলামিয়া আরাবিয়া নাজিরপুর এর মোহতামিম মাওলানা আব্দুর রহমান সাহেব। জামিয়ার মোহতামিম ও শায়খুল হাদীস মুফতি আমজাদ হোসাইন প্রমুখ।
এছাড়াও কুমিল্লা জেলার তালিমুল কুরআন বোর্ডের নেতৃবৃন্দ ও উপজেলার নূরানী হেফজ ও কিতাব বিভাগের প্রায় ৪ শতাধিক শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।