০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়নে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া জয় করলেন কুমিল্লার তমাল গাউসিয়া কমিটি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে মিলাদুন্নবী (সা.) উদযাপন কুমিল্লার দাউদকান্দিতে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার মুরাদনগরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বুড়িচংয়ে পূজামন্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময় কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু আউয়াল খান সহ ৮ ছাত্রনেতার মুক্তির দাবিতে দেবিদ্বারে প্রতিবাদ মিছিল

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ১১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 89

জহিরুল হক বাবু।।
কুমিল্লা: কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর দক্ষিণ মডেল থানার বাতাবাড়িয়া এলাকায় কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন হোটেল শাহজাহানের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বাজিজখাঁ গ্রামের আব্দুল হক বেপারির ছেলে ফয়সাল হোসেন সুমন (৩৮) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বর্শিবাওয়া গ্রামের রসুল শেখের ছেলে সবুজ শেখ (১৯)।

র‌্যাব জানায়, তাদের হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছিল।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

error: Content is protected !!

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ১১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা: কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর দক্ষিণ মডেল থানার বাতাবাড়িয়া এলাকায় কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন হোটেল শাহজাহানের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বাজিজখাঁ গ্রামের আব্দুল হক বেপারির ছেলে ফয়সাল হোসেন সুমন (৩৮) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বর্শিবাওয়া গ্রামের রসুল শেখের ছেলে সবুজ শেখ (১৯)।

র‌্যাব জানায়, তাদের হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছিল।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।