০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

মুরাদনগরে ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী দিনা আক্তার

  • তারিখ : ০৬:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 407

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে নবম শ্রেণির ছাত্রী দিনা আক্তারের (১৫) বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার জাহাপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে দিনা আক্তারের সঙ্গে পাশ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের এক যুবকের বিয়ে সম্পন্ন হওয়ার আগে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বিষয়টি জানতে পারেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। পরে তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আওয়াল, মুরাদনগর থানা পুলিশ, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গ্রামপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহটি বন্ধ করেন।

এ সময় মেয়েটির অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে, মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁরা বিয়ে দেবেন না। পাশাপাশি বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত রাখা খাদ্যসামগ্রী নিকটবর্তী একটি এতিমখানায় প্রদান করতে নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “দিনা আক্তার এখনো প্রাপ্তবয়স্ক নয়। তাই আমরা বাল্যবিবাহটি বন্ধ করেছি। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

error: Content is protected !!

মুরাদনগরে ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী দিনা আক্তার

তারিখ : ০৬:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে নবম শ্রেণির ছাত্রী দিনা আক্তারের (১৫) বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার জাহাপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে দিনা আক্তারের সঙ্গে পাশ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের এক যুবকের বিয়ে সম্পন্ন হওয়ার আগে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বিষয়টি জানতে পারেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। পরে তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আওয়াল, মুরাদনগর থানা পুলিশ, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গ্রামপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহটি বন্ধ করেন।

এ সময় মেয়েটির অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে, মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁরা বিয়ে দেবেন না। পাশাপাশি বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত রাখা খাদ্যসামগ্রী নিকটবর্তী একটি এতিমখানায় প্রদান করতে নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “দিনা আক্তার এখনো প্রাপ্তবয়স্ক নয়। তাই আমরা বাল্যবিবাহটি বন্ধ করেছি। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”