
স্টাফ রিপোর্টার।।
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে দেবীদ্বার ভেট এন্ড পেট কেয়ারের আয়োজনে কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়েছে।
গতকাল দিনব্যাপী দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুরে অর্ধশাতাধিক বিড়ালকে এ টিকা প্রদান করা হয়।
টিকা প্রদান ক্যাম্পে উপস্থিত ছিলেন, ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, প্রানী চিকিৎসক ডা: হাসিবুর রহমান সাফা, ডা: শাহরিয়ার হাসান, ডা: ইমরান মোল্লা, টেকনিশিয়ান মোঃ নাছির উদ্দিনসহ আরও অনেকে।
এ সময় আয়োজকরা বলেন, শুধুমাত্র জলাতংকে আক্রান্ত কোনো কুকুর বা বিড়াল যদি আচড় বা কামড় দেয় কেবল তখনই জলাতঙ্ক হতে পারে৷ তাই কোনো কুকুর বা বিড়াল যদি আচড় বা কামড় দেয় আতংকিত না হয়ে সাথে সাথে বাংলা সাবান দিয়ে ১৫-২০ মিনিট ধুয়ে ফেলুন এবং নিকটস্থ হাসপাতালে ডাক্তারের পরামর্শে জলাতংকের টিকা দিয়ে ফেলুন। জলাতঙ্ক প্রতিরোধে রাস্তার কুকুর বিড়ালকে টিকার আওতায় আনার দাবী জানান তারা।