০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন

দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন

  • তারিখ : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 339

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,দাউদকান্দি-মেঘনা অঞ্চলে পরিবহন খাতে ‘জিবি’ নামে অবৈধভাবে টাকা উত্তোলন ও চাঁদাবাজি কার্যক্রম চলবে না।

শনিবার (১৫ নভেম্বর) ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন, দাউদকান্দি ও মেঘনা এলাকার বিভিন্ন সিএনজি, বাস ও পরিবহন স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ‘জিবি’ নামে চাঁদার টাকা আদায়ের মাধ্যমে সাধারণ যাত্রী ও পরিবহন কর্মীদের দুর্ভোগ সৃষ্টি করছিল।

ড. মারুফ হোসেন বলেন, সাধারণ মানুষ, চালক, শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনোভাবেই বেআইনি অর্থ আদায় চলতে দেওয়া হবে না।বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তিনি প্রত্যাশা করেন, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।

ড. মারুফ হোসেন আরো বলেন, “আইনসঙ্গত ব্যবস্থার বাইরে কোনো ধরনের টোকেন, চাঁদা বা অবৈধ অর্থ উত্তোলন চলবে না। জনগণের স্বার্থে আমরা শক্ত অবস্থানে আছি।”তিনি সংশ্লিষ্ট সকলকে অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে সচেতন থাকার আহ্বান জানান।

এদিকে ড.খন্দকার মারুফ হোসেনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা৷তারা জানান, এ ধরনের অবৈধ চাঁদা আদায় বন্ধ হলে পরিবহন খাতে স্বস্তি ফেরার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।

error: Content is protected !!

দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন

তারিখ : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,দাউদকান্দি-মেঘনা অঞ্চলে পরিবহন খাতে ‘জিবি’ নামে অবৈধভাবে টাকা উত্তোলন ও চাঁদাবাজি কার্যক্রম চলবে না।

শনিবার (১৫ নভেম্বর) ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন, দাউদকান্দি ও মেঘনা এলাকার বিভিন্ন সিএনজি, বাস ও পরিবহন স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ‘জিবি’ নামে চাঁদার টাকা আদায়ের মাধ্যমে সাধারণ যাত্রী ও পরিবহন কর্মীদের দুর্ভোগ সৃষ্টি করছিল।

ড. মারুফ হোসেন বলেন, সাধারণ মানুষ, চালক, শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনোভাবেই বেআইনি অর্থ আদায় চলতে দেওয়া হবে না।বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তিনি প্রত্যাশা করেন, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।

ড. মারুফ হোসেন আরো বলেন, “আইনসঙ্গত ব্যবস্থার বাইরে কোনো ধরনের টোকেন, চাঁদা বা অবৈধ অর্থ উত্তোলন চলবে না। জনগণের স্বার্থে আমরা শক্ত অবস্থানে আছি।”তিনি সংশ্লিষ্ট সকলকে অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে সচেতন থাকার আহ্বান জানান।

এদিকে ড.খন্দকার মারুফ হোসেনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা৷তারা জানান, এ ধরনের অবৈধ চাঁদা আদায় বন্ধ হলে পরিবহন খাতে স্বস্তি ফেরার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।