০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুবিতে নাট্যকার মুনীর চৌধুরী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু লন্ডনে বাংলাদেশে সংসদে কেমন জনপ্রতিনিধি দেখতে চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দাউদকান্দিতে হামলায় আহত বিএনপি নেতা সোহেল মীরকে দেখতে গেলেন নেতৃবৃন্দ ১৭ বছর পর সু-দিন আসলেও কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতা-কর্মীদের মনে আনন্দ নেই চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ভারত সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত কুমিল্লার ছাত্রলীগ নেতার লাশ ঢাকার বাসা থেকে উদ্ধার; হত্যা না আত্মহত্যা?

কুবিতে নাট্যকার মুনীর চৌধুরী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু

  • তারিখ : ০৯:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 18

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা নাটকে প্রাচ্য-প্রাশ্চাত্য প্রভাব এবং জন্মশতবর্ষে ‘নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ২০২৫ শুরু হয়েছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে ছয়টি ভেন্যুতে সর্বমোট ৭৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

বুধবার (২৬ নভেম্বর) কলা ও মানবিক অনুষদ ভবনের ৫০১ নাম্বার সেমিনার রুমে এই দুইদিন ব্যাপী কনফারেন্স শুরু হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমাইয়া আফরিন সানির উপস্থাপনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম এবং কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. সেলিম বক্স মন্ডল। এতে স্মৃতিচারণ করেন সংস্কৃতিকর্মী ও মুনীর চৌধুরীর কনিষ্ঠ সন্তান জনাব আসিফ মুনীর।

স্বাগত বক্তব্যে কনফারেন্সের সদস্য সচিব ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আমাদের ২ দিন ব্যাপী কনফারেন্সে ৭৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। আজকে বাংলাদেশি প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং আগামীকালকে বর্হিবাংলাদেশের প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। আমাদের কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো নাটকের তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ, প্রাচ্য-প্রাশ্চাত্য নাটকের তুলনামূলক বিশ্লেষণ, মুনীর চৌধুরীর সাহিত্য, রাজনৈতিক চেতনা, নাট্য প্রভাব বিশ্লেষণ, তরুণ গবেষকদের জন্য গবেষণার পথ চিহ্নিত করা”

কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, কনফারেন্সটি সফল করার জন্য আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষকদের কে আমরা নামমাত্র আমন্ত্রণ জানিয়েছি তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে যারা আজকে কনফারেন্স কে উজ্জ্বল করেছেন তাদের প্রতি আমার বাংলা বিভাগ আজীবন কৃতজ্ঞ থাকবে। এই কনফারেন্সে মোট ৭৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। একটি বিভাগের একক আয়োজন হিসেবে এটি মাইল ফলক হিসেবে থাকবে। যারা আজকে পেপার প্রেজেন্ট করতে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন,”নাটক আমাদেরকে বিনোদন দিয়ে থাকে ঠিকই কিন্তু এটা বিনোদন শুধু নয় এখানে সমাজের দর্শন এবং অন্তর্জগতের ভাষা থাকে যেগুলো নাটকের মাধ্যমে সাবলীলভাবে উপস্থাপন করা হয়ে থাকে। আর বাংলা নাটক বাংলা সাহিত্য সংস্কৃতি ও সমাজচেতনার এক জীবন্ত প্রতিচ্ছবি। বাংলা নাটকে মুনীর চৌধুরী আধুনিক সচেতন ও জাতীয়বোধকে সমৃদ্ধ করেছে।আজকের এই কনফারেন্সে তার এইদিকগুলো বিশদভাবে আলোচনা হবে এবং বাংলা নাটকে তার ভূমিকা আমাদের সমাজে আরও বিভিন্ন দিক উন্মোচিত হবে এই আশা করছি।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “দেশ বিদেশ থেকে আগত বরেণ্য ব্যক্তিবর্গকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। ডেফেনেটলি বাংলা বিভাগের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, একটা মাইলফলক। আমি নাটক সম্পর্কে কমেন্ট করতে পারবো না কিন্তু আমি পুরোনো দু’একটা নাটক পড়েছি। পড়লে মনে হয়, নাটক আসলে ওইসময়ের ইতিহাস, ওই সময়ের সমাজের চিত্র, ওই সময়ের মানুষের কথোপকথনের একটা চিত্র। যেই সমময়ের নাটক সেই সময়ের চিত্র চমৎকার একটা ইতিহাস বলা যেতে পারে। চমৎকার একটা দুইদিন ব্যাপী কনফারেন্স আমি এই কনফারেন্সের সফলতা কামনা করছি।”

error: Content is protected !!

কুবিতে নাট্যকার মুনীর চৌধুরী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু

তারিখ : ০৯:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা নাটকে প্রাচ্য-প্রাশ্চাত্য প্রভাব এবং জন্মশতবর্ষে ‘নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ২০২৫ শুরু হয়েছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে ছয়টি ভেন্যুতে সর্বমোট ৭৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

বুধবার (২৬ নভেম্বর) কলা ও মানবিক অনুষদ ভবনের ৫০১ নাম্বার সেমিনার রুমে এই দুইদিন ব্যাপী কনফারেন্স শুরু হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমাইয়া আফরিন সানির উপস্থাপনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম এবং কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. সেলিম বক্স মন্ডল। এতে স্মৃতিচারণ করেন সংস্কৃতিকর্মী ও মুনীর চৌধুরীর কনিষ্ঠ সন্তান জনাব আসিফ মুনীর।

স্বাগত বক্তব্যে কনফারেন্সের সদস্য সচিব ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আমাদের ২ দিন ব্যাপী কনফারেন্সে ৭৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। আজকে বাংলাদেশি প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং আগামীকালকে বর্হিবাংলাদেশের প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। আমাদের কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো নাটকের তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ, প্রাচ্য-প্রাশ্চাত্য নাটকের তুলনামূলক বিশ্লেষণ, মুনীর চৌধুরীর সাহিত্য, রাজনৈতিক চেতনা, নাট্য প্রভাব বিশ্লেষণ, তরুণ গবেষকদের জন্য গবেষণার পথ চিহ্নিত করা”

কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, কনফারেন্সটি সফল করার জন্য আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষকদের কে আমরা নামমাত্র আমন্ত্রণ জানিয়েছি তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে যারা আজকে কনফারেন্স কে উজ্জ্বল করেছেন তাদের প্রতি আমার বাংলা বিভাগ আজীবন কৃতজ্ঞ থাকবে। এই কনফারেন্সে মোট ৭৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। একটি বিভাগের একক আয়োজন হিসেবে এটি মাইল ফলক হিসেবে থাকবে। যারা আজকে পেপার প্রেজেন্ট করতে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন,”নাটক আমাদেরকে বিনোদন দিয়ে থাকে ঠিকই কিন্তু এটা বিনোদন শুধু নয় এখানে সমাজের দর্শন এবং অন্তর্জগতের ভাষা থাকে যেগুলো নাটকের মাধ্যমে সাবলীলভাবে উপস্থাপন করা হয়ে থাকে। আর বাংলা নাটক বাংলা সাহিত্য সংস্কৃতি ও সমাজচেতনার এক জীবন্ত প্রতিচ্ছবি। বাংলা নাটকে মুনীর চৌধুরী আধুনিক সচেতন ও জাতীয়বোধকে সমৃদ্ধ করেছে।আজকের এই কনফারেন্সে তার এইদিকগুলো বিশদভাবে আলোচনা হবে এবং বাংলা নাটকে তার ভূমিকা আমাদের সমাজে আরও বিভিন্ন দিক উন্মোচিত হবে এই আশা করছি।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “দেশ বিদেশ থেকে আগত বরেণ্য ব্যক্তিবর্গকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। ডেফেনেটলি বাংলা বিভাগের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, একটা মাইলফলক। আমি নাটক সম্পর্কে কমেন্ট করতে পারবো না কিন্তু আমি পুরোনো দু’একটা নাটক পড়েছি। পড়লে মনে হয়, নাটক আসলে ওইসময়ের ইতিহাস, ওই সময়ের সমাজের চিত্র, ওই সময়ের মানুষের কথোপকথনের একটা চিত্র। যেই সমময়ের নাটক সেই সময়ের চিত্র চমৎকার একটা ইতিহাস বলা যেতে পারে। চমৎকার একটা দুইদিন ব্যাপী কনফারেন্স আমি এই কনফারেন্সের সফলতা কামনা করছি।”