০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নৌশিন-সাইফের নেতৃত্বে কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ কুমিল্লায় আবারও বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প কুমিল্লায় মায়ের মৃত্যুর ৩য় দিনে কুলখানি শেষে মারা গেলেন একমাত্র ছেলে কুমিল্লায় সাড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত সর্দার নয়নসহ ৫ সদস্য আটক বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুবিতে নাট্যকার মুনীর চৌধুরী বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু লন্ডনে বাংলাদেশে সংসদে কেমন জনপ্রতিনিধি দেখতে চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দাউদকান্দিতে হামলায় আহত বিএনপি নেতা সোহেল মীরকে দেখতে গেলেন নেতৃবৃন্দ ১৭ বছর পর সু-দিন আসলেও কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতা-কর্মীদের মনে আনন্দ নেই

কুমিল্লায় আবারও বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প

  • তারিখ : ১২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 146

স্টাফ রিপোর্টার।।
প্রাণিপ্রেমীদের আগ্রহ ও অনুরোধে কুমিল্লায় আবারও আয়োজন করা হচ্ছে বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প। উদ্যোগটি নিয়েছে প্রাণি-কল্যাণমূলক সংগঠন Cats Home – বিড়ালের বাড়ি। আয়োজকরা জানিয়েছেন, “প্রাণী নির্যাতন বন্ধ করি, তাদের প্রতি যত্নশীল হই”—এই স্লোগানে এবারও আয়োজনটি করা হচ্ছে।

যারা তাদের পোষা বিড়াল বা কুকুরকে রেবিস ভ্যাকসিন দিতে চান কিংবা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তারা হোয়াটসঅ্যাপে ০১৭৬১৭৪০২২৬ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় প্রাণির নাম, মালিকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং প্রয়োজন অনুযায়ী ‘রেবিস ভ্যাকসিন’, ‘চেক-আপ’ বা ‘উভয়ই’—উল্লেখ করতে হবে।

রেজিস্ট্রেশনের সিরিয়াল অনুযায়ী ক্যাম্পে সেবা প্রদান করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশের জনপ্রিয় পোষা প্রাণির সেবা ও অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্ম ‘পেটস’ বাবা’ সহযোগিতায় থাকতে পারে।

রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীর সংখ্যা ও অবস্থার ভিত্তিতে তারিখ ও সময় ঘোষণা করা হবে।

স্থান:
Cats Home – বিড়ালের বাড়ি
আর্টিসান নাসির সেন্টার, লিফট-৬ (সিটি ব্যাংকের উপরে)
নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।

প্রাণি কল্যাণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুমিল্লার প্রাণিপ্রেমীরা।

error: Content is protected !!

কুমিল্লায় আবারও বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প

তারিখ : ১২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
প্রাণিপ্রেমীদের আগ্রহ ও অনুরোধে কুমিল্লায় আবারও আয়োজন করা হচ্ছে বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প। উদ্যোগটি নিয়েছে প্রাণি-কল্যাণমূলক সংগঠন Cats Home – বিড়ালের বাড়ি। আয়োজকরা জানিয়েছেন, “প্রাণী নির্যাতন বন্ধ করি, তাদের প্রতি যত্নশীল হই”—এই স্লোগানে এবারও আয়োজনটি করা হচ্ছে।

যারা তাদের পোষা বিড়াল বা কুকুরকে রেবিস ভ্যাকসিন দিতে চান কিংবা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তারা হোয়াটসঅ্যাপে ০১৭৬১৭৪০২২৬ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় প্রাণির নাম, মালিকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং প্রয়োজন অনুযায়ী ‘রেবিস ভ্যাকসিন’, ‘চেক-আপ’ বা ‘উভয়ই’—উল্লেখ করতে হবে।

রেজিস্ট্রেশনের সিরিয়াল অনুযায়ী ক্যাম্পে সেবা প্রদান করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশের জনপ্রিয় পোষা প্রাণির সেবা ও অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্ম ‘পেটস’ বাবা’ সহযোগিতায় থাকতে পারে।

রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীর সংখ্যা ও অবস্থার ভিত্তিতে তারিখ ও সময় ঘোষণা করা হবে।

স্থান:
Cats Home – বিড়ালের বাড়ি
আর্টিসান নাসির সেন্টার, লিফট-৬ (সিটি ব্যাংকের উপরে)
নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।

প্রাণি কল্যাণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুমিল্লার প্রাণিপ্রেমীরা।