০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন

  • তারিখ : ১১:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 68

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এইবারের ভর্তি পরীক্ষায় ৮৯০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৯৬ হাজার ৬১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ১০৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুবির ভর্তি পরীক্ষায় ১০৩০ আসনের বিপরীতে মোট আবেদন পড়েছিল ৬৬ হাজার ৪০২টি। সে তুলনায় এ বছর আবেদনকারী বেড়েছে ৩০ হাজার ২১১ জন, যা শতাংশের হিসেবে প্রায় ৪৫.৫ শতাংশ বৃদ্ধি।

ইউনিটভিত্তিক আবেদনের তথ্য অনুযায়ী, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৮০১ জন শিক্ষার্থী।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে কোটা ব্যতীত মোট আসন রয়েছে ৮৯০টি। পাশাপাশি বিভিন্ন কোটায় অতিরিক্ত ১০৭টি আসন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কোটা ৪৫টি, টিআরকিউ ১১টি, এনটিকিউ ৭টি, শারীরিক প্রতিবন্ধী ৬টি, পোষ্য কোটা ১৯টি (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন) এবং খেলোয়াড় কোটায় ১৯টি আসন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন) সংরক্ষিত।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট, ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিট এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং প্রতিটি ইউনিটে ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ জানান, বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো আবেদনকারী যদি আবেদনের তথ্য সংশোধন করতে চান, তবে আগামী ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে অফিস সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে যোগাযোগ করে সংশোধন করতে পারবেন। এছাড়া পরীক্ষার কেন্দ্র এবং প্রশ্নের ভার্সনও (ধরণ) পরিবর্তন করতে পারবেন স্ব স্ব ইউনিটে আবেদনের মাধ্যমে।”

উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টনসহ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

error: Content is protected !!

কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন

তারিখ : ১১:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এইবারের ভর্তি পরীক্ষায় ৮৯০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৯৬ হাজার ৬১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ১০৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুবির ভর্তি পরীক্ষায় ১০৩০ আসনের বিপরীতে মোট আবেদন পড়েছিল ৬৬ হাজার ৪০২টি। সে তুলনায় এ বছর আবেদনকারী বেড়েছে ৩০ হাজার ২১১ জন, যা শতাংশের হিসেবে প্রায় ৪৫.৫ শতাংশ বৃদ্ধি।

ইউনিটভিত্তিক আবেদনের তথ্য অনুযায়ী, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৮০১ জন শিক্ষার্থী।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে কোটা ব্যতীত মোট আসন রয়েছে ৮৯০টি। পাশাপাশি বিভিন্ন কোটায় অতিরিক্ত ১০৭টি আসন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কোটা ৪৫টি, টিআরকিউ ১১টি, এনটিকিউ ৭টি, শারীরিক প্রতিবন্ধী ৬টি, পোষ্য কোটা ১৯টি (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন) এবং খেলোয়াড় কোটায় ১৯টি আসন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন) সংরক্ষিত।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট, ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিট এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং প্রতিটি ইউনিটে ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ জানান, বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো আবেদনকারী যদি আবেদনের তথ্য সংশোধন করতে চান, তবে আগামী ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে অফিস সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে যোগাযোগ করে সংশোধন করতে পারবেন। এছাড়া পরীক্ষার কেন্দ্র এবং প্রশ্নের ভার্সনও (ধরণ) পরিবর্তন করতে পারবেন স্ব স্ব ইউনিটে আবেদনের মাধ্যমে।”

উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টনসহ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।