ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়–ইবাড়ি আদর্শ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনী জনগণের উপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কড়ইবাড়ি বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কড়–ইবাড়ি আদর্শ সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উজ জামান সরকারের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা রাশেদুল হক, মাওলানা মোখলেছুর রহমান নুরী, থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামীলীগ নেতা সুলতান আহম্মেদ, হাফেজ মাহমুদুল হাসান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খাইরুল বাশার, প্রকৌশলী মাঈন উদ্দিন, মোহাম্মদ রাসেল, আব্দুর রহমান রবিন, কাবিল হোসেন, হাবিবুর রহমান, ফয়সাল মিয়া, হাসানি মিয়া, ইবরাহিম খলিল ও জামান মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল বাশার।

বক্তারা আল আকসা মসজিদসহ ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নারী শিশুসহ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষেশাভ প্রকাশ করেছেন। একই সাথে বক্তারা ফিলিস্তিনে ইসলাইলের সন্ত্রাসী হামলা বন্ধ এবং ফিলিস্তিনকে পূর্নাঙ্গ স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page