চৌদ্দগ্রাম পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ বিতরণ উদ্বোধন করলেন মেয়র জিএম মীরু

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রেরণকৃত উপহার পৌরসভা এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় চারশ’ জনের প্রতিজনকে ৫০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জুন) দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

উদ্বোধনকালে মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, “নৌকায় ভোট দিলে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এমপি’র পক্ষ থেকে গরীব অসহায় মানুষেরা সাহায্য-সহযোগিতা পায়। প্রিয় নেতার নির্দেশে শেখ হাসিনার উপহারের এ টাকা ৪০০ জন গরীব-অসহায়দের মাঝে সুষ্ঠু ভাবে বন্টন করা হচ্ছে”।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব মো: হারুনুর রশিদ, প্যানেল মেয়র মো: মিজানুর রহমান, মোসা: আমেনা বেগম, কাউন্সিলর মো: মোশাররফ হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ্, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রলীগ নেতা রাব্বী পাটোয়ারী, প্রবাসী কিরণ পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page