মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। রোববার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া-জামপুর গ্রামের নূর মিয়ার বাড়ীর সামনে স্থানীয়রা সন্দেহজনক কয়েকটি পুটলী দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়। খবর পেয়ে ইউপি সদস্য মোশাররফ হোসেন লিটনের উপস্থিতিতে স্থানীয় লোকজন সহ ওই পুটলিতে রাখা ৪১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই শামীম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ৪১ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে একই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মো: মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার কাঁকড়ী ব্রীজের উপর থেকে ১০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর পূর্ব পাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে ইসমাইল হোসেন (২৫), একই ইউনিয়নের পূর্ব বেলঘর গ্রামের নুরু মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩), উজিরপুর গ্রামের মো: সিদ্দিকের ছেলে হাসান (২৫)। পরে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, “মাদক সহ সকল প্রকার অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশ সবসময় সজাগ রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে”।
আরো দেখুন:You cannot copy content of this page