মোঃ জহিরুল হক বাবু।।
ডিজেল, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলে সামনের সড়কে এ বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন গণসংহতির কুমিল্লা জেলার আহবায়ক ও কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ইমরাদ জুলকারনাইন ইমন, সদর দক্ষিন উপজেলার আহবায়ক ও জেলা কমিটির সদস্য মাহবুবুর রহমান মজুমদার, কেন্দ্রীয় জাতীয় পরিষদ কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান লিটন, জেলা কমিটির সদস্য কানিজ ফাতেমা রোজী, ছাত্রনেতা জাবেদ, ইলিয়াস, ইব্রাহিম, জাফর, শ্রমিক নেতা জাফর, নজরুল ইসলাম, মমিন, আব্দুল লতিফসহ আরো অনেকে।
সভায় বক্তরা বলেন, সরকার অযৌক্তিক ভাবে ডিজেল, কেরোসিনের মূল্য বৃদ্ধি করেছে। তাছাড়া দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মুল্য বৃদ্ধির করানে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে সরকারের কোন দৃশ্যমান কার্যক্রম লক্ষ করা যাচ্ছেনা। সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে ডিজেল, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কামানোর দাবী জানান।