
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিন থেকে ৬৮ বোতল ফেন্সিডিল, কুমিল্লার কোতয়ালী থেকে ৪ কেজি গাঁজা ও ৫ বোতল বিদেশী মদসহ চারজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি দল সোমবার বিকেলে কুমিল্লার সদর দক্ষিন থানার নোয়াগাও চৌমুনী লাকসাম রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিলসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করে। সে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ গ্রামের কালু মিয়ার ছেলে।
র্যাবের অন্য আরেকটি দল জেলার কোতয়ালি থানার বামইল পূর্বপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ কেজি গাঁজা ও ৫ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো- কৃষ্ণপুর গ্রামের মোঃ জিলানী, ইটাল্লা গ্রামের মোঃ বাবর মিয়া ও মোঃ আবুল হাসেম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে জেলার সংশ্লিস্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











