অপারেশন ডেভিল হান্টঃ কুমিল্লায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও রুবেল হত্যা মামলার আসামী তানিয়া আক্তার বিথী নামে এক যুবমহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ ।

শনিবার বেলা ২টা ৪৫মিনিটে জেলার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর গ্রামে ও নেত্রীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মাজাহারুল ইসলাম।

তিনি জানান, বিথি কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য। ছাত্র আন্দোলনের সময় কুমিল্লার দেবিদ্বারে রুবেল হত্যাসহ আরো চারটি মামলা রয়েছে যুব মহিলা লীগের নেত্রী বিথীর বিরুদ্ধে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

You cannot copy content of this page