মুরাদনগর প্রতিনিধি।।
অপারেশন ডেভিল হান্ট বিশেষ অভিযানে কুমিল্লার মুরাদনগর উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলালকে (৫৫) গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।
সোমবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলা সদর নিমাইকান্দি গ্রাম থেকে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুর রহমান হেলাল নিমাইকান্দি গ্রামের, মৃত মতিউর রহমান মাষ্টারের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আতিকুর রহমান হেলালের বিরুদ্ধে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে ক্ষমতার প্রভাব বিস্তার খাটিয়ে চাঁদাবাজি করেছে। উক্ত আসামির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল রহমান বলেন, গ্রেপ্তারকৃত আতিকুর রহমান হেলালের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে উক্ত আসামিকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।