০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত বুড়িচংয়ে হুইলচেয়ার, সেলাই মেশিন ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করলেন ড. মোবারক হোসেন ধানের শীষের প্রার্থী ড. মোশাররফ হোসেনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ শুরু

আত্মহত্যা নয়, কুমিল্লায় ব্যবসায়ী শব্দর আলীকে শ্বাসরোধে হত্যা; গ্রেপ্তার ৩

  • তারিখ : ১২:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 200

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যবসায়ী শব্দর আলীর (৪৫) মৃত্যু আত্মহত্যা নয়, বরং জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ঘটনার তিন মাস পর নিহতের স্ত্রী রিনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মো. ইউনুছ মিয়া (৫২), মো. আবুল হাশেম (৪২) ও মো. কুদ্দুস মিয়া (৫৫)।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, পারিবারিক বিরোধের জেরে পাশের বাড়ির ইউনুছ মিয়া ও তার ভাইয়েরা তাদের কাছ থেকে জমি বন্ধক রেখে ৩ লাখ টাকা নিয়েছিলেন। মেয়াদ শেষে জমি ছেড়ে দিলেও টাকা ফেরত দেননি। এ নিয়ে একাধিকবার বিবাদ হয়।

রিনা বেগম বলেন, “চলতি বছরের ১৫ এপ্রিল ভোরে আমার স্বামী শব্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যান। কিন্তু নামাজ শেষে আর বাড়ি ফেরেননি। সকালে ইউনুছ মিয়া এসে জানায়, আমার স্বামী আত্মহত্যা করেছেন। গিয়ে দেখি, গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো হলেও শরীরের অর্ধেকের বেশি অংশ মাটিতে পড়ে ছিল। সে সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আত্মহত্যা মেনে নিয়ে থানায় সাধারণ ডায়েরি করি।”

তিন মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, শব্দর আলী আত্মহত্যা করেননি, বরং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী রিনা বেগম ইউনুছ মিয়া, তার স্ত্রী ও তিন ভাইকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এটি একটি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।”

error: Content is protected !!

আত্মহত্যা নয়, কুমিল্লায় ব্যবসায়ী শব্দর আলীকে শ্বাসরোধে হত্যা; গ্রেপ্তার ৩

তারিখ : ১২:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যবসায়ী শব্দর আলীর (৪৫) মৃত্যু আত্মহত্যা নয়, বরং জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ঘটনার তিন মাস পর নিহতের স্ত্রী রিনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মো. ইউনুছ মিয়া (৫২), মো. আবুল হাশেম (৪২) ও মো. কুদ্দুস মিয়া (৫৫)।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, পারিবারিক বিরোধের জেরে পাশের বাড়ির ইউনুছ মিয়া ও তার ভাইয়েরা তাদের কাছ থেকে জমি বন্ধক রেখে ৩ লাখ টাকা নিয়েছিলেন। মেয়াদ শেষে জমি ছেড়ে দিলেও টাকা ফেরত দেননি। এ নিয়ে একাধিকবার বিবাদ হয়।

রিনা বেগম বলেন, “চলতি বছরের ১৫ এপ্রিল ভোরে আমার স্বামী শব্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যান। কিন্তু নামাজ শেষে আর বাড়ি ফেরেননি। সকালে ইউনুছ মিয়া এসে জানায়, আমার স্বামী আত্মহত্যা করেছেন। গিয়ে দেখি, গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো হলেও শরীরের অর্ধেকের বেশি অংশ মাটিতে পড়ে ছিল। সে সময় মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আত্মহত্যা মেনে নিয়ে থানায় সাধারণ ডায়েরি করি।”

তিন মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, শব্দর আলী আত্মহত্যা করেননি, বরং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী রিনা বেগম ইউনুছ মিয়া, তার স্ত্রী ও তিন ভাইকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এটি একটি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।”