০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় দোয়া ও ফিতা কেটে ‘ইউনিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর অফিস উদ্বোধন বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার

ওমানে ভবন থেকে পড়ে নিহত ব্রাহ্মণপাড়ার যুবকের লাশ দাফন

  • তারিখ : ১০:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • 23

মোঃ বাছির উদ্দিন।।
ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. মেহেদী হাসানের (২৬) লাশ দাফন করা হয়েছে। আজ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গত ১৬ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যায় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

মেহেদী হাসান উপজেলার নাইঘর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মৃত মফিজুল ইসলামের ছেলে।

মেহেদীর স্বজনেরা জানান, মেহেদী হাসান ওমানে কনস্ট্রাকশনের কাজ করতেন। গত ২ অক্টোবর ওমানে যান তিনি। ১৬ অক্টোবর দুপুরে পরিবারের কাছে খবর আসে, ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মেহেদী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গত ৩১ অক্টোবর রাতে মেহেদী হাসানের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ বুধবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এদিকে লাশ দেশে আসার সাথে সাথে এলাকার এক শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাযায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

ওমানে ভবন থেকে পড়ে নিহত ব্রাহ্মণপাড়ার যুবকের লাশ দাফন

তারিখ : ১০:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

মোঃ বাছির উদ্দিন।।
ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. মেহেদী হাসানের (২৬) লাশ দাফন করা হয়েছে। আজ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গত ১৬ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যায় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

মেহেদী হাসান উপজেলার নাইঘর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মৃত মফিজুল ইসলামের ছেলে।

মেহেদীর স্বজনেরা জানান, মেহেদী হাসান ওমানে কনস্ট্রাকশনের কাজ করতেন। গত ২ অক্টোবর ওমানে যান তিনি। ১৬ অক্টোবর দুপুরে পরিবারের কাছে খবর আসে, ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মেহেদী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গত ৩১ অক্টোবর রাতে মেহেদী হাসানের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ বুধবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এদিকে লাশ দেশে আসার সাথে সাথে এলাকার এক শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাযায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।