০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত

কুমিল্লা নগরীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা; মরদেহ নিয়ে সড়ক অবরোধে এলাকাবাসী

  • তারিখ : ০৯:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • 5

রুবেল মজুমদার।।
কুমিল্লায় ছুরিকাঘাতে মাহি আলম মারুফ (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। শুক্রবার সন্ধ্যার কিছু পরে নগরীর নোয়াগাঁও সংলগ্ন ময়নামতি রেলস্টেশন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মাহি নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, কিশোর মাহি শুক্রবার বিকালে বাড়ির অদূরে ময়নামতি রেলস্টেশন এলাকায় লুডু খেলতে গেলে তুহিন ও তার সঙ্গীয়রা তার উপর আক্রমন চালায়। একপর্যায়ে মাহিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহত মাহিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হসপিটালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নোয়াগাঁও এলাকায় নিয়ে এসে সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। মাহি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। এসময় উত্তেজিত লোকজন তুহিন নামে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

কুমিল্লা নগরীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা; মরদেহ নিয়ে সড়ক অবরোধে এলাকাবাসী

তারিখ : ০৯:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

রুবেল মজুমদার।।
কুমিল্লায় ছুরিকাঘাতে মাহি আলম মারুফ (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। শুক্রবার সন্ধ্যার কিছু পরে নগরীর নোয়াগাঁও সংলগ্ন ময়নামতি রেলস্টেশন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মাহি নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, কিশোর মাহি শুক্রবার বিকালে বাড়ির অদূরে ময়নামতি রেলস্টেশন এলাকায় লুডু খেলতে গেলে তুহিন ও তার সঙ্গীয়রা তার উপর আক্রমন চালায়। একপর্যায়ে মাহিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহত মাহিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হসপিটালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নোয়াগাঁও এলাকায় নিয়ে এসে সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। মাহি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। এসময় উত্তেজিত লোকজন তুহিন নামে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।