কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বিপ্লব চন্দ্র দাসকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ীর গন্ধমতি এলাকা থেকে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এবং মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ২০১৬ সালে ক্যাম্পাসে খুন হওয়া খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নিযার্তনকারী ঘাতক বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি৷ ক্যাম্পাসে যত সন্ত্রাসী আছে, স্বৈরাচারের যত দোসর আছে অতি শিগগিরই ক্রমান্বয়ে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হবে। আমরা নিজেদের হাতে আইন তুলে নেবো না।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা বিপ্লব চন্দ্র দাসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সে বিষয়ে পুলিশ ক্ষতিয়ে দেখছে।

এর আগে গত ১২ ডিসেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে এস কে মাসুম নামের দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page