১০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা ধর্মসাগর ও নগর উদ্যানে হকারদের হয়রানি বন্ধে এনসিপির উদ্যোগ কুমিল্লায় আত্মীয়র মরদেহ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কুবিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব অব অ্যানথ্রোপলজির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কুমিল্লায় লাল কার্ড হাতে নিয়ে দেশপ্রেমে জাগ্রত হওয়ার শপথ নিলেন ২০০ শিক্ষার্থী কুমিল্লায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে যুবক আটক কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) দাবিতে কুবিতে পাঁচ সদস্যের কমিটি গঠন বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার; ভবন থেকে লাফিয়ে পালালেন স্বামী জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়ক সংস্কার ও চারলেনের দাবিতে জামায়াতের মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল থেকে মাদক উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা

  • তারিখ : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • 1

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের ‘পাবলিক রুলস, একাডেমিক রুলস এন্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস)’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া এ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পারসনরা পাবলিক রুলস, একাডেমিক রুলস এন্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস) নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় নকল, প্রাতিষ্ঠানিক অসততার মতো অনেক ঘটনা ঘটতো। পরবর্তীতে আমরা বুকলেটের মাধ্যমে এ ধরনের অপরাধের কোন ধরনের শাস্তি হতে পারে এ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার চেষ্টা করেছি। এর ফলে এ ধরনের ঘটনা অনেক কমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আপনাদের অবস্থান সবার উপরে, কিন্তু এর মানে এই না যে আপনারা নিয়মের বাইরে। আপনারা সবসময় শিক্ষার্থীদের এ বিষয়ে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের আরও সেশনের আয়োজন হবে।’

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো: রাশিদুল ইসলাম শেখ বলেন, ‘আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে বলে দিয়েছি ফাইনালে পরীক্ষার পূর্বে ইনকোর্সের নাম্বার ঝুলিয়ে দিতে হবে। কোন কারণে না ঝুলানো গেলে অনলাইনে শিক্ষার্থীদের গ্রুপে দিয়ে দিতে হবে। সকলে আইন মেনে চললে বিশ্ববিদ্যালয়ের চলার পথ মসৃন হবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা

তারিখ : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের ‘পাবলিক রুলস, একাডেমিক রুলস এন্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস)’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া এ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পারসনরা পাবলিক রুলস, একাডেমিক রুলস এন্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস) নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় নকল, প্রাতিষ্ঠানিক অসততার মতো অনেক ঘটনা ঘটতো। পরবর্তীতে আমরা বুকলেটের মাধ্যমে এ ধরনের অপরাধের কোন ধরনের শাস্তি হতে পারে এ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার চেষ্টা করেছি। এর ফলে এ ধরনের ঘটনা অনেক কমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আপনাদের অবস্থান সবার উপরে, কিন্তু এর মানে এই না যে আপনারা নিয়মের বাইরে। আপনারা সবসময় শিক্ষার্থীদের এ বিষয়ে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের আরও সেশনের আয়োজন হবে।’

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো: রাশিদুল ইসলাম শেখ বলেন, ‘আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে বলে দিয়েছি ফাইনালে পরীক্ষার পূর্বে ইনকোর্সের নাম্বার ঝুলিয়ে দিতে হবে। কোন কারণে না ঝুলানো গেলে অনলাইনে শিক্ষার্থীদের গ্রুপে দিয়ে দিতে হবে। সকলে আইন মেনে চললে বিশ্ববিদ্যালয়ের চলার পথ মসৃন হবে।’