০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

  • তারিখ : ১০:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • 34

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রেস ক্লাবের সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো:আসাদুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান।

সকাল ১০ টা থেকে সেশন পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম। এসময় তিনি সোর্স মেইনটেইন সহ শিক্ষার্থীদের সাংবাদিকতাবিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

দুপুর দুইটা থেকে সেশন পরিচালনা করেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোহসীন -উল হাকিম। এসময় তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন ‘যেকোন পেশা বিশেষ করে সাংবাদিক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। একজন সাংবাদিক হিসেবে সর্বদা মানুষের কথা ভাবতে হবে। আমার মাধ্যমে যাতে অন্য কেউ অসম্মানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সর্বদা মাথায় রাখতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘যেকোনো কাজ দুইভাবে শেখা যায়। একটা হলো কাজ করতে করতে শেখা, আরেকটা হলো শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয়ে শেখা। আজকের এই কর্মশালার মাধ্যমে তোমরা যে শিক্ষা অর্জন করলে তার সাথে পূর্বের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে আরো দক্ষ হয়ে উঠবে বলে আশা করছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৪০ জন সাংবাদিক এই বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। সবশেষে সংগঠনের সভাপতি ইকবাল হাসান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।

error: Content is protected !!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

তারিখ : ১০:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রেস ক্লাবের সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো:আসাদুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান।

সকাল ১০ টা থেকে সেশন পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম। এসময় তিনি সোর্স মেইনটেইন সহ শিক্ষার্থীদের সাংবাদিকতাবিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

দুপুর দুইটা থেকে সেশন পরিচালনা করেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোহসীন -উল হাকিম। এসময় তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন ‘যেকোন পেশা বিশেষ করে সাংবাদিক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। একজন সাংবাদিক হিসেবে সর্বদা মানুষের কথা ভাবতে হবে। আমার মাধ্যমে যাতে অন্য কেউ অসম্মানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সর্বদা মাথায় রাখতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘যেকোনো কাজ দুইভাবে শেখা যায়। একটা হলো কাজ করতে করতে শেখা, আরেকটা হলো শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয়ে শেখা। আজকের এই কর্মশালার মাধ্যমে তোমরা যে শিক্ষা অর্জন করলে তার সাথে পূর্বের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে আরো দক্ষ হয়ে উঠবে বলে আশা করছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৪০ জন সাংবাদিক এই বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। সবশেষে সংগঠনের সভাপতি ইকবাল হাসান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।