কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় প্রতিযোগিতাটির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

উদ্বোধনী ম্যাচে ছাত্রীদের খেলায় মাঠে নামেন নৃবিজ্ঞান বিভাগ ও ফার্মাসি বিভাগ। এছাড়া ছাত্রদের খেলায় মাঠে নামেন নৃবিজ্ঞান বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এর আগে উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ক্রিটিকাল থিংকিং, অথেন্টিক লার্নিংয়ের মাধ্যমে গুনগত শিক্ষা অর্জন করবে। এর পাশাপাশি তারা খেলাধুলাতেও সেরাদের সেরা হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব দিয়ে একটি লিডিং বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আর এই পর্যায়ে নিতে পারবে একমাত্র শিক্ষার্থীরা।’

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পড়ালেখা নয়। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশের কথা চিন্তা করে নানা ধরনের খেলা আয়োজন করে যাচ্ছি। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে যাচ্ছি। সকলের সহযোগিতার কারনে আমরা বিগত সময়ে সুষ্ঠুভাবে প্রতিযোগিতাগুলো আয়োজন করতে পেরেছি। সামনের দিনেও সকলের সহযোগিতা থাকবে বলে বিশ্বাস করি।’

এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ জিয়া উদ্দিন, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান, সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, আবু ওবায়দা রাহিদ সহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page