মোতালেব হোসেন।।
কুমিল্লা মডার্ন হাইস্কুল এলামনাই সংগঠনের পক্ষ থেকে করোনা যোদ্ধা কুমিল্লার পুলিশ সদস্যদের জন্য সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহম্মেদের হাতে আড়াইজার সার্জিক্যাল মাস্ক ও এক কার্টুন হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন সংগঠনের সদস্যরা।
পবিত্র মাহে রমজান ও করোনা মহামারির এই সময়টিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির পাঁচ দফা কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করেন।
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর অনুষ্ঠানে কুমিল্লা মডার্ন হাই স্কুল এলামনাই এর পক্ষে উপস্থিত ছিলেন, কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক ফয়সাল আহমেদ, এমএস শাওন, ইফরাত জাহান তন্বী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক মিঠু, ডা: আজহারুল ইসলাম মিতুল, এডভোকেট হাসান কামাল, বিনয় সরকার প্রদীপ, ইঞ্জনিয়ার রিজন চৌধুরী, খালেদ বিন আলম অর্ণব, শিক্ষার্থী বৃষ্টি চৌধুরী, সাইরান সিমি, তাসবি আদিব, শাখাওয়াত হোসেন, তাবাস্সুম নিধি ও আবরার হামিম জিদান।