০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে খানাখন্দে ভরা; তীব্র যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা

  • তারিখ : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 161

মনির হোসাইন।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কসহ মুরাদনগর উপজেলার সদরের আল্লাহু চত্বর থেকে রামচন্দপুর সড়ক,হোমনা সড়কে, মুরাদনগর থানা বেড়িবাঁধ ও কোম্পানিগঞ্জ বেড়িবাঁধ এবং দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি থেকে ফুলগাছতলা পর্যন্ত প্রায় সময় সড়কে বর্তমানে চালক ও যাত্রীদের জন্য গলার কাঁটা হয়ে উঠেছে। এ অংশে খানাখন্দে বেহাল অবস্থার কারণে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। একদিকে যানজট,অন্যদিকে রাস্তার কাদা-পানি ও ধুলোবালি সব মিলিয়ে যাত্রী ও চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এ মহাসড়ক দিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট বিভাগের অসংখ্য যানবাহন চলাচল করে। বিকল্প সড়কের দূরত্ব বেশি হওয়ায় মুরাদনগর,তিতাস, হোমনা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বারসহ আশপাশের উপজেলাগুলোর মানুষও এ রাস্তায় নির্ভরশীল। কিন্তু গত তিন মাস ধরে সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনও আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা। সচেতন মহলের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি যেন দ্রুত সংস্কার করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বেড়িবাঁধ থেকে দেবিদ্বার উপজেলা ভিংলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পান্নারপুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ভিংলাবাড়ি ও দেবিদ্বার নিউমার্কেট থেকে ফুলগাছতলা পর্যন্ত সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে এ অংশ দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) মাঝে মাঝে ইট ও বালি ফেলে প্রাথমিক সংস্কারের চেষ্টা করলেও তা সমস্যার সমাধান করছে না। বরং এসব অস্থায়ী সংস্কার কাজ লোক দেখানো মনে করছেন স্থানীয়রা।

ট্রাকচালক আবুল হাশেম বলেন, সপ্তাহে অন্তত একদিন সিলেট থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে এ পথে যাই। এখানে আসলেই ভয় লাগে যেন যেকোনো সময় গাড়ি উল্টে যেতে পারে।

বাসচালক মোহাম্মদ জাকির বলেন, আগে মুরাদনগর কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লা যেতে এক ঘণ্টা লাগত, এখন লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। রাস্তার অবস্থা এমন বেহাল, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আকলিমা আক্তার নামে কুমিল্লা থেকে আসা এক যাত্রী জানান, সকালে বাচ্চাকে ডাক্তার দেখাতে কুমিল্লা যাচ্ছিলাম, কিন্তু যানজটে আটকে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারিনি। শেষ পর্যন্ত ডাক্তার না দেখিয়েই ফিরতে হয়েছে। যানজটে পড়ে এক কিলোমিটার হেঁটে মুরাদনগর কোম্পানীগঞ্জ আসতে হয়েছে।

সড়ক ও জনপথের কুমিল্লা জেলা উপ-সহকারী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, আমাদের নিজস্ব জনবল দ্বারা রাস্তাটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করেছি।তবে এ রাস্তাটি বর্তমানে আর মেরামতের যোগ্য না। আমরা রাস্তাটির এস্টিমেট তৈরি করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করছি রাস্তাটির কাজ টেন্ডার এ চলে আসব বলে আশা করছি।

error: Content is protected !!

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে খানাখন্দে ভরা; তীব্র যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা

তারিখ : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কসহ মুরাদনগর উপজেলার সদরের আল্লাহু চত্বর থেকে রামচন্দপুর সড়ক,হোমনা সড়কে, মুরাদনগর থানা বেড়িবাঁধ ও কোম্পানিগঞ্জ বেড়িবাঁধ এবং দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি থেকে ফুলগাছতলা পর্যন্ত প্রায় সময় সড়কে বর্তমানে চালক ও যাত্রীদের জন্য গলার কাঁটা হয়ে উঠেছে। এ অংশে খানাখন্দে বেহাল অবস্থার কারণে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। একদিকে যানজট,অন্যদিকে রাস্তার কাদা-পানি ও ধুলোবালি সব মিলিয়ে যাত্রী ও চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এ মহাসড়ক দিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট বিভাগের অসংখ্য যানবাহন চলাচল করে। বিকল্প সড়কের দূরত্ব বেশি হওয়ায় মুরাদনগর,তিতাস, হোমনা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বারসহ আশপাশের উপজেলাগুলোর মানুষও এ রাস্তায় নির্ভরশীল। কিন্তু গত তিন মাস ধরে সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনও আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা। সচেতন মহলের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি যেন দ্রুত সংস্কার করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বেড়িবাঁধ থেকে দেবিদ্বার উপজেলা ভিংলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পান্নারপুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ভিংলাবাড়ি ও দেবিদ্বার নিউমার্কেট থেকে ফুলগাছতলা পর্যন্ত সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে এ অংশ দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) মাঝে মাঝে ইট ও বালি ফেলে প্রাথমিক সংস্কারের চেষ্টা করলেও তা সমস্যার সমাধান করছে না। বরং এসব অস্থায়ী সংস্কার কাজ লোক দেখানো মনে করছেন স্থানীয়রা।

ট্রাকচালক আবুল হাশেম বলেন, সপ্তাহে অন্তত একদিন সিলেট থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে এ পথে যাই। এখানে আসলেই ভয় লাগে যেন যেকোনো সময় গাড়ি উল্টে যেতে পারে।

বাসচালক মোহাম্মদ জাকির বলেন, আগে মুরাদনগর কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লা যেতে এক ঘণ্টা লাগত, এখন লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। রাস্তার অবস্থা এমন বেহাল, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আকলিমা আক্তার নামে কুমিল্লা থেকে আসা এক যাত্রী জানান, সকালে বাচ্চাকে ডাক্তার দেখাতে কুমিল্লা যাচ্ছিলাম, কিন্তু যানজটে আটকে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারিনি। শেষ পর্যন্ত ডাক্তার না দেখিয়েই ফিরতে হয়েছে। যানজটে পড়ে এক কিলোমিটার হেঁটে মুরাদনগর কোম্পানীগঞ্জ আসতে হয়েছে।

সড়ক ও জনপথের কুমিল্লা জেলা উপ-সহকারী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, আমাদের নিজস্ব জনবল দ্বারা রাস্তাটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করেছি।তবে এ রাস্তাটি বর্তমানে আর মেরামতের যোগ্য না। আমরা রাস্তাটির এস্টিমেট তৈরি করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করছি রাস্তাটির কাজ টেন্ডার এ চলে আসব বলে আশা করছি।