০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

  • তারিখ : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 1373

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযন চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফি আহমেদ এবং নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ৪ জন। তাদের বিরুদ্ধে নাশকতা আইনে মামলা দায়েরের পর আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ফেইসবুক লাইভে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করে। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ, গৌরীপুর থেকে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক সাফি আহমেদকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, তাদের বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সরকারের আমলে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

শুধু তাই নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার এমপি সবুরের পক্ষে ছাত্র-ছাত্রীর ওপর নির্মম নির্যাতন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, ‘নাশতার অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় মামলা দায়েরের পর দুপুরে আসামিদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।’

error: Content is protected !!

কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

তারিখ : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযন চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফি আহমেদ এবং নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ৪ জন। তাদের বিরুদ্ধে নাশকতা আইনে মামলা দায়েরের পর আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ফেইসবুক লাইভে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করে। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ, গৌরীপুর থেকে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক সাফি আহমেদকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, তাদের বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সরকারের আমলে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

শুধু তাই নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার এমপি সবুরের পক্ষে ছাত্র-ছাত্রীর ওপর নির্মম নির্যাতন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, ‘নাশতার অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় মামলা দায়েরের পর দুপুরে আসামিদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।’