কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আন্তর্জাতিক ইয়োগা ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকালে নগরীর দারোগাবাড়ী কুমিল্লার পরম্পরায় সংস্কৃতি স্কুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বরেণ্য শিল্পী ও প্রশিক্ষক বাংলা সংস্কৃতি বলয়’র মহাসচিব কাজী মাহতাব সুমনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মেডিটেশন, শব্দযোগ, আসন, মুদ্রা ও উপ ইয়োগা চর্চার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বুধবার ২১শে জুন আন্তর্জাতিক ইয়োগা ডে উদযাপন অনুষ্ঠানে পরম্পরায় এর শিক্ষার্থী ছাড়াও অভিভাবকসহ কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিশ্বখ্যাত যোগ গুরু সদ্গুরু প্রতিষ্ঠিত ইশা ফাউন্ডেশনের উপ ইয়োগা চর্চার গাইডলাইন নিয়ে কুমিল্লা দারোগাবাড়ি পরম্পরায় নিয়মিত ইয়োগা চর্চার করা হচ্ছে। পরম্পরায় নিয়মিত ইয়োগা চর্চার সুযোগ রয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page