স্টাফ রিপোর্টার।।
প্রাণিপ্রেমীদের আগ্রহ ও অনুরোধে কুমিল্লায় আবারও আয়োজন করা হচ্ছে বিড়াল–কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভ্যাকসিন ক্যাম্প। উদ্যোগটি নিয়েছে প্রাণি-কল্যাণমূলক সংগঠন Cats Home – বিড়ালের বাড়ি। আয়োজকরা জানিয়েছেন, “প্রাণী নির্যাতন বন্ধ করি, তাদের প্রতি যত্নশীল হই”—এই স্লোগানে এবারও আয়োজনটি করা হচ্ছে।
যারা তাদের পোষা বিড়াল বা কুকুরকে রেবিস ভ্যাকসিন দিতে চান কিংবা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তারা হোয়াটসঅ্যাপে ০১৭৬১৭৪০২২৬ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় প্রাণির নাম, মালিকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং প্রয়োজন অনুযায়ী ‘রেবিস ভ্যাকসিন’, ‘চেক-আপ’ বা ‘উভয়ই’—উল্লেখ করতে হবে।
রেজিস্ট্রেশনের সিরিয়াল অনুযায়ী ক্যাম্পে সেবা প্রদান করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশের জনপ্রিয় পোষা প্রাণির সেবা ও অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্ম ‘পেটস’ বাবা’ সহযোগিতায় থাকতে পারে।
রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীর সংখ্যা ও অবস্থার ভিত্তিতে তারিখ ও সময় ঘোষণা করা হবে।
স্থান:
Cats Home – বিড়ালের বাড়ি
আর্টিসান নাসির সেন্টার, লিফট-৬ (সিটি ব্যাংকের উপরে)
নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।
প্রাণি কল্যাণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুমিল্লার প্রাণিপ্রেমীরা।











