১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

  • তারিখ : ১২:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 61

নেকবর হোসেন।।
কুমিল্লার হোমনায় খেলনা কেনা নিয়ে ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৬) তাতুয়ারচর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে কাঠের আসবাবের দোকানে কাজ করত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চান্দেরচর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলা বসেছিল। সেখানে শিশুদের খেলনা কেনা নিয়ে কাউসারের সঙ্গে চান্দেরচর ও কৃষ্ণপুর গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারের ওপর হামলা করে। এ সময় দুজন কাউসারকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউসারের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি। আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শিগগির আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

তারিখ : ১২:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার হোমনায় খেলনা কেনা নিয়ে ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৬) তাতুয়ারচর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে কাঠের আসবাবের দোকানে কাজ করত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চান্দেরচর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলা বসেছিল। সেখানে শিশুদের খেলনা কেনা নিয়ে কাউসারের সঙ্গে চান্দেরচর ও কৃষ্ণপুর গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারের ওপর হামলা করে। এ সময় দুজন কাউসারকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউসারের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি। আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শিগগির আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।