কুমিল্লায় গোমতী নদীর চরে মাটিকাটা খাদের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

জহিরুল হক বাবু।।
ফুটবল খেলার সময় গোমতী নদীর চরের খাদের পানিতে পড়ে সিজান আহমেদ নামে ১৩ বছর বয়সী কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় গোমতী নদীর বেরি বাঁধের ভেতরে এই ঘটনা ঘটে।

সিজান আহমেদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার মোঃ সুমন মিয়ার ছেলে, বাবার চাকরির সূত্রে তারা ঢাকায় থাকেন। আমতলীতে তার মামা মাসুম মিয়াদের বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে আমতলী এলাকার গোমতী নদীর বেরিবাধে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিজান আহমেদ। এ সময় মাটি ব্যবসায়িদের কেটে নেয়া জমির খাদে ফুটবলটি পড়ে যায়। সিজান আহমেদ ফুটবলটি আনতে ওই খাদে ঝাঁপ দেয়। গভীরতার টের না পাওয়ায় ফাঁদে পড়ে তলিয়ে যেতে থাকলে তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে এলাকাবাসী এসে দেখেন-সিজান আহমেদ পানিতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন টানা ২ ঘন্টা ওই খাদটিসহ আশেপাশে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে সিজানকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, ওই কিশোরটি ফুটবল খেলতে গিয়ে খাদের পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক্বাকের মৃত ঘোষণা করে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page