কুমিল্লায় ডিএনসিসির অভিযানে মাদক ব্যবসায়ী আপন দুই ভাইসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক।।
ইয়াবা, গাঁজা, মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারপূর্বক আপন দুই ভাইসহ আটক ৩ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত চারু মিয়ার দুই ছেলে জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯) কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়।

এছাড়া অপর অভিযানে চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো: আবুল কাশেমকে (৪৪) ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ আবুল কাশেমের ভাবী মাদক কারবারি জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যায়।

পৃথক দুটি অভিযানে মধ্যে রয়েছে ইয়াবা ১৬৫ পিস, গাঁজা ১.৫ কেজি, মোবাইল সেট ১ টি এবং মাদক বিক্রির নগদ ২১,৯০০ টাকা।

ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লা চান্দিনা উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আপন দুই সহোদরসহ ৩ জনকে আটক করেন। ১ জন আসামি পলাতক রয়েছেন।গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়াও আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে চান্দিনা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page