১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লায় নিখোঁজের ১৮ ঘন্টাপর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ০৫:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • 51

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

মৃত যুবকের নাম জাকির হোসেন (৩০)। উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে তিনি।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ির পাশের পুকুরে গোসল করার কথা বলে বাসা থেকে বের হয় জাকির হোসেন। দীর্ঘক্ষণ তিনি বাড়ি ফিরে না আসায়, চারদিক খোঁজ করা হয়। সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিকেলে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির পাশে একটি পুকুরে অনুসন্ধান চালায়। সেখানে লাশের সন্ধান না পেয়ে শনিবার সকালে পাশের অন্য একটি পুকুরে অনুসন্ধান চালিয়ে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনী অভিযান চালাই। শনিবার সকাল ১০টার দিকে জাকির হোসেনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

error: Content is protected !!

কুমিল্লায় নিখোঁজের ১৮ ঘন্টাপর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

তারিখ : ০৫:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

মৃত যুবকের নাম জাকির হোসেন (৩০)। উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে তিনি।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ির পাশের পুকুরে গোসল করার কথা বলে বাসা থেকে বের হয় জাকির হোসেন। দীর্ঘক্ষণ তিনি বাড়ি ফিরে না আসায়, চারদিক খোঁজ করা হয়। সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিকেলে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির পাশে একটি পুকুরে অনুসন্ধান চালায়। সেখানে লাশের সন্ধান না পেয়ে শনিবার সকালে পাশের অন্য একটি পুকুরে অনুসন্ধান চালিয়ে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনী অভিযান চালাই। শনিবার সকাল ১০টার দিকে জাকির হোসেনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।