কুমিল্লায় পুলিশের হাতে দুই ভূয়া র‍্যাব গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দুই ভূয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে জেলার চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি বাসে এ অভিযান চালানো হয়।

এ সময় বাসের যাত্রী মো. আল শাহারিয়ার (৩০) কে আটক করা হয়। সে নাটোর জেলার সিংরা উপজেলার আল আমিনের পুত্র। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর র‌্যাব লেখা ২টি কটি, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুসারে প্রাইভেটকারসহ একই চক্রের মো. মনির (৪৭) আটক করা হয়। সে যশোর কোতয়ালী থানার ঝুমঝুম গ্রামের লুৎফর রহমানের পুত্র।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামীদ্বয়কে জিজ্ঞাসাবদে জানায় যে, তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন স্থানে র‌্যাব পরিচয় প্রদান করে প্রতারণা ও ডাকাতি করে থাকে।

রাতে তাদের চান্দিনা থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে গ্রেপ্তার দুই প্রতারক ছাড়াও পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page