০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন

কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • তারিখ : ১১:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 554

আলমগীর কবির।।
সারা দেশের মতো কুমিল্লায়ও আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ পরীক্ষায় কুমিল্লা জেলার চারটি কেন্দ্রে প্রায় ২ হাজার ৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো—শিমপুর উচ্চ বিদ্যালয়, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতামূলক এ পরীক্ষা সুষ্ঠু, নিরিবিলি ও চাপমুক্ত পরিবেশে সম্পন্ন হয়। কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও আনন্দধারা বিদ্যাপীঠ স্কুলের অধ্যক্ষ আফরোজা হাসনাতের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্র সচিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা পূর্ব জেলা শাখার সভাপতি মোঃ আউয়াল খান এবং সাধারণ সম্পাদক এম.টি. জামান নাঈম।

error: Content is protected !!

কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারিখ : ১১:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আলমগীর কবির।।
সারা দেশের মতো কুমিল্লায়ও আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ পরীক্ষায় কুমিল্লা জেলার চারটি কেন্দ্রে প্রায় ২ হাজার ৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো—শিমপুর উচ্চ বিদ্যালয়, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতামূলক এ পরীক্ষা সুষ্ঠু, নিরিবিলি ও চাপমুক্ত পরিবেশে সম্পন্ন হয়। কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও আনন্দধারা বিদ্যাপীঠ স্কুলের অধ্যক্ষ আফরোজা হাসনাতের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্র সচিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কুমিল্লা পূর্ব জেলা শাখার সভাপতি মোঃ আউয়াল খান এবং সাধারণ সম্পাদক এম.টি. জামান নাঈম।