হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১২) বান্ধবীর বাড়ি থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেনে ভিকটিমের মা।
মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বড় ঘারমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ও অভিযুক্তদের পরিবারের মধ্যে জানাজানি হলে স্থানীয়রা ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করে, ঘটনাটি মীমাংসার পূর্বেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে বড় ঘারমোড়া গ্রামের জুলফু মিয়ার ছেলে মামুন (১৯) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগী রাসেল (২৩), ইয়াসিন (২১) ও জহিরুল ইসলাম ওরফে জহিরকে (২১) নিয়ে ধর্ষণের পরিকল্পনা করে। ভিকটিম ৩০ জানুয়ারি একই এলাকায় তার এক বান্ধবীর বাড়িতে পিকনিক করতে গেলে অভিযুক্তদের পরিকল্পনামতে তাকে কনু মিয়ার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মামুন ও তার বন্ধুদের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ করে মোজাম্মেল হোসেনের বালুর মাঠে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
হোমনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আরো দেখুন:You cannot copy content of this page