০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫

  • তারিখ : ০৯:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 172

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সামিরাসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ হামলা হয়।

সামিরা সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের মেয়ে।

আহত অন্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আবদুল হালিম, নূরু, শামছুল হক, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল ইসলাম, সাগর, পারভেজ, আলাউদ্দিন, মন্টু, মোরশেদ আলম প্রমুখ।

সামিরা আজিম দোলার অনুসারী হাজী জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম বলেন, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করেন। ওই তালিকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে তার নাম রয়েছে। সম্ভাব্য তালিকায় সামিরা আজিম দোলার নাম না থাকলেও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় এক সপ্তাহ ধরে মাঠ পর্যায়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ নানা কর্মূচি অব্যাহত রেখেছেন তিনি।

দুই নেতা আরো বলেন, রবিবার সকাল ১১টা থেকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের কর্মসূচি শুরু করেন সামিরা। ইউনিয়নের কেমতলি উঠান বৈঠক শেষে গাড়িবহর নিয়ে ছনগাঁও যাওয়ার পথে আবুল কালামের অনুসারীরা গাড়িবহর আটকে ভাঙচুর ও দোলার অনুসারীদের ওপর হামলার হামলা করেন। এ সময় নেতাকর্মীরা ঢাল হয়ে সামিরাকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আবদুল হালিম, নূরু, শামছুল হক, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল ইসলাম, সাগর, পারভেজ, আলাউদ্দিন, মন্টু, মোরশেদ আলমসহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

এ সময় সামিরা আজিম দোলার গাড়ি, নেতাকর্মীদের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে সামিরা আজিম দোলা বলেন, ‘আমার বাবা কর্নেল আজিম লাকসাম-মনোহরগঞ্জের মানুষের কাছে অনেক জনপ্রিয় নেতা ছিলেন। বাবার জনপ্রিয়তায় ও নেতাকর্মীদের ভালোবাসায় আমি এখানে জননেতা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণসহ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় রবিবার কান্দিরপাড় ইউনিয়নে কয়েকটি উঠান বেঠকের কথা ছিল।’

সামিরা বলেন, ‘একটি উঠান বৈঠক শেষে অন্যটিতে যাওয়ার পথে বিএনপির সম্ভাব্য তালিকায় মনোনয়নপ্রাপ্ত আবুল কালামের নির্দেশনায় ও তার অনুসারী মোশারফ হোসেন মুশুর নেতৃত্বে অতর্কিতে হামলা চালানো হয়।

তাদের উদ্দেশ্য ছিল আমাকে ও আমার অনুসারী হাজী জসিম উদ্দিনকে জানে মেরে ফেলা। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এ ঘটনাটি ঘটিয়েছেন।’ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুবিচার দাবি করেছেন। অভিযোগের বিষয়ে মোশারফ হোসেন মুশুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালাম বলেন, ‘সামিরা আজিম দোলার নেতাকর্মীরা গরু জবাই করে মাংস ভাগাভাগি করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ান। খবর পেয়ে আমার নেতাকর্মীরা সেখানে থামাতে গেলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আমার চার কর্মীর মাথা ফেটে গেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

আবুল কালাম আরো বলেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য এটি ফ্যাসিস্টদের একটি ষড়যন্ত্র। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।’

error: Content is protected !!

কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫

তারিখ : ০৯:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সামিরাসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ হামলা হয়।

সামিরা সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের মেয়ে।

আহত অন্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আবদুল হালিম, নূরু, শামছুল হক, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল ইসলাম, সাগর, পারভেজ, আলাউদ্দিন, মন্টু, মোরশেদ আলম প্রমুখ।

সামিরা আজিম দোলার অনুসারী হাজী জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম বলেন, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করেন। ওই তালিকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে তার নাম রয়েছে। সম্ভাব্য তালিকায় সামিরা আজিম দোলার নাম না থাকলেও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় এক সপ্তাহ ধরে মাঠ পর্যায়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ নানা কর্মূচি অব্যাহত রেখেছেন তিনি।

দুই নেতা আরো বলেন, রবিবার সকাল ১১টা থেকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের কর্মসূচি শুরু করেন সামিরা। ইউনিয়নের কেমতলি উঠান বৈঠক শেষে গাড়িবহর নিয়ে ছনগাঁও যাওয়ার পথে আবুল কালামের অনুসারীরা গাড়িবহর আটকে ভাঙচুর ও দোলার অনুসারীদের ওপর হামলার হামলা করেন। এ সময় নেতাকর্মীরা ঢাল হয়ে সামিরাকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আবদুল হালিম, নূরু, শামছুল হক, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল ইসলাম, সাগর, পারভেজ, আলাউদ্দিন, মন্টু, মোরশেদ আলমসহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

এ সময় সামিরা আজিম দোলার গাড়ি, নেতাকর্মীদের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে সামিরা আজিম দোলা বলেন, ‘আমার বাবা কর্নেল আজিম লাকসাম-মনোহরগঞ্জের মানুষের কাছে অনেক জনপ্রিয় নেতা ছিলেন। বাবার জনপ্রিয়তায় ও নেতাকর্মীদের ভালোবাসায় আমি এখানে জননেতা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণসহ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় রবিবার কান্দিরপাড় ইউনিয়নে কয়েকটি উঠান বেঠকের কথা ছিল।’

সামিরা বলেন, ‘একটি উঠান বৈঠক শেষে অন্যটিতে যাওয়ার পথে বিএনপির সম্ভাব্য তালিকায় মনোনয়নপ্রাপ্ত আবুল কালামের নির্দেশনায় ও তার অনুসারী মোশারফ হোসেন মুশুর নেতৃত্বে অতর্কিতে হামলা চালানো হয়।

তাদের উদ্দেশ্য ছিল আমাকে ও আমার অনুসারী হাজী জসিম উদ্দিনকে জানে মেরে ফেলা। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এ ঘটনাটি ঘটিয়েছেন।’ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুবিচার দাবি করেছেন। অভিযোগের বিষয়ে মোশারফ হোসেন মুশুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালাম বলেন, ‘সামিরা আজিম দোলার নেতাকর্মীরা গরু জবাই করে মাংস ভাগাভাগি করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ান। খবর পেয়ে আমার নেতাকর্মীরা সেখানে থামাতে গেলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আমার চার কর্মীর মাথা ফেটে গেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

আবুল কালাম আরো বলেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য এটি ফ্যাসিস্টদের একটি ষড়যন্ত্র। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।’