এইচ.এম.তামীম আহাম্মেদ।।
বরের বাড়ি থেকে কনের বাড়ি যাবেন বরযাত্রী। উৎফুল্ল সবাই গাড়ি চড়ে বসেছেন। সবার চোখ আটকে গেল বরের গাড়ি সাজানোর ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে।
বরের গাড়ি ফুলের বদলে সাজানো হয়েছে চিপসের প্যাকেট দিয়ে। এমন আয়োজনে বরযাত্রীসহ এলাকার মানুষজনের মাঝে আগ্রহের জন্ম দেয়।
কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের পইয়াপারার এলাকায় ব্যতিক্রমী এ ঘটনার দেখা মিলেছে।
শুক্রবার ওই এলাকার বাসিন্দা কামরুল হাসান একই উপজেলার বরকুইট ইউনিয়নের মোহনপুর গ্রামের ব্যবসায়ী মো. দুলাল হোসেনের বড় মেয়ে ইরানী আক্তারকে বিয়ে করেন। কামরুল হাসান তার বিয়ের গাড়িতে ফুলের বদলে চিপস দিয়ে সাজিয়েছেন।
বর মো. কামরুল হাসান বলেন, ‘ফুল দিয়ে সাজানো গাড়ি থেকে মুহূর্তেই ফুল ছিড়ে নিয়ে যায় ছোট শিশুরা। তাই ফুলের বদলে চিপসের প্যাকেট দিয়ে সাজিয়েছি গাড়ি। আমরা যখন কনের বাড়ি পৌঁছেছি তখন শিশুদের কী আনন্দ। কে কার আগে চিপসের প্যাকেট ছিঁড়ে নিতে পারে সে প্রতিযোগিতা চলছিল। বিষয়টি আমি খুব উপভোগ করি। কারন আমার উদ্দেশ্য ছিল শিশুদের আনন্দ দেয়া।’
আরো দেখুন:You cannot copy content of this page