
নিজস্ব প্রতিবেদক।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মহানগরীর বেসরকারী কলেজগুলোর মধ্যে গড় ফলাফলে সেরা হয়েছে ক্যামব্রিয়ান কলেজ।
নগরীর কোটবাড়িতে অবস্থিত কলেজটিতে এ বছর ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৪২ উর্ত্তীণ হয়েছেন। গড় ফলাফল ৭৯.২৫।
গেলো বছরের তুলনায় এ বছর কুমিল্লা বোর্ডে ফলাফল নিন্মগামী হলেও ক্যামব্রিয়ান কলেজ তার ধারাবাহিক সফলতা অব্যহত রেখেছে। রোববার শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করে।
শিক্ষার্থীরাদের সাথে আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন কলেজে কমিটির পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক কাউন্সিলর মোঃ মুহিবুর রহমান তুহিন। এসময় তিনি জানান, এ বছর কুমিল্লা বোর্ডে গড় ফলাফল নিম্নমুখী। তবে মহানগরীর মধ্যে যেসব বেসরকারী কলেজ রয়েছে সেগুলোর মধ্য তুলনামূলকভাবে ক্যাব্রিয়ান কলেজের ফলাফল ভালো হয়েছে। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের লক্ষ্যে আমরা অঙ্গিকারাবদ্ধ।
কলেজ অধ্যক্ষ আমিনুর রহমান জানান, ২০০৯ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে লেখাপড়ার মানোন্নয়নে কাজ করা হয়।
বিষয়ভিত্তিকভাবে শিক্ষার্থীদের লেখাড়পড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও দিকেও খেয়াল রাখা হয়। যার ফলে এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল সম্ভব হয়।