০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ২ গ্রামবাসী, আহত ৬

  • তারিখ : ১১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • 42

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনায় পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. মিজানুর রহমান, মো. জুয়েল, খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান ও মো. সাগর। কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের তথ্য নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম। তিনি বলেন, পাওনা টাকা আদায় করা নিয়ে দুই যুবকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৮টার দিকে পাওনা টাকা আদায় নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সঙ্গে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনা মীমাংসা করার জন্য ওমরাবাদ গ্রামের কয়েকজন বাজারে এলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদেক সরকার বলেন, পাওনা টাকা আদায় নিয়ে জুয়েল ও রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এটিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনভর উত্তেজনা বিরাজ করলেও এখন এলাকা শান্ত রয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ২ গ্রামবাসী, আহত ৬

তারিখ : ১১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনায় পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. মিজানুর রহমান, মো. জুয়েল, খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান ও মো. সাগর। কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের তথ্য নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম। তিনি বলেন, পাওনা টাকা আদায় করা নিয়ে দুই যুবকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৮টার দিকে পাওনা টাকা আদায় নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সঙ্গে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনা মীমাংসা করার জন্য ওমরাবাদ গ্রামের কয়েকজন বাজারে এলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদেক সরকার বলেন, পাওনা টাকা আদায় নিয়ে জুয়েল ও রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এটিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনভর উত্তেজনা বিরাজ করলেও এখন এলাকা শান্ত রয়েছে।