নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের দেশওয়ালীপট্রি এবং কুচাইতলীতে ২টি মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা অফিসের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভালো মরিচের সাথে নষ্ট মরিচ একত্রিত করে ক্রাসিং/ভাংগানোর সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের হাতে ধরা পরে।
এছাড়াও খুবই অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুড়া এবং মরিচের গুড়া সংরক্ষণ ও ক্রাসিং করার প্রমান পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আল-আমিন মসলা মিলকে ১ লাখ এবং ‘বায়জিদ মসলা মিলকে ১০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, ক্যাব কুমিল্লা এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।