কুমিল্লায় মসলার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান; লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের দেশওয়ালীপট্রি এবং কুচাইতলীতে ২টি মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা অফিসের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভালো মরিচের সাথে নষ্ট মরিচ একত্রিত করে ক্রাসিং/ভাংগানোর সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের হাতে ধরা পরে।

এছাড়াও খুবই অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুড়া এবং মরিচের গুড়া সংরক্ষণ ও ক্রাসিং করার প্রমান পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আল-আমিন মসলা মিলকে ১ লাখ এবং ‘বায়জিদ মসলা মিলকে ১০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, ক্যাব কুমিল্লা এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page