০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় মিছিলে স্লোগান দেওয়ার সময় যুবদল নেতার মৃত্যু

  • তারিখ : ১১:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • 102

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়ার সময় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মফিজ উদ্দিন (৫৬) ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্যাসিবাদ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ বিএনপি ও যুবদলের উদ্যোগে ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় যুবদল নেতা মফিজ উদ্দিন মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ইলিয়টগঞ্জ অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আনোয়ার বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোকে মারা গেছেন বলে ডাক্তার জানিয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামেন এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।’

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন ফেইসবুকে যুবদল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

error: Content is protected !!

কুমিল্লায় মিছিলে স্লোগান দেওয়ার সময় যুবদল নেতার মৃত্যু

তারিখ : ১১:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়ার সময় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মফিজ উদ্দিন (৫৬) ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্যাসিবাদ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ বিএনপি ও যুবদলের উদ্যোগে ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় যুবদল নেতা মফিজ উদ্দিন মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ইলিয়টগঞ্জ অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আনোয়ার বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোকে মারা গেছেন বলে ডাক্তার জানিয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামেন এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।’

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন ফেইসবুকে যুবদল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।