কুমিল্লায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত; আহত ১

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সফিকুল হাসান(২২), সে মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মিজান মিয়ার পুত্র।
এছাড়া ও দুর্ঘটনায় মানিক মিয়া(২১)নামে আরেক আরোহী মারাত্মক আহত হয়েছে।

বুধবার রাত সোয়া ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগরের বাখরনগর ‘ফুলমালা ব্রীকস ফিল্ড’র সামনে এ ঘটনা ঘটে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মঞ্জুরুল আফসার দূর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেন।

ঘটনাস্থলে থাকা মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক(এস আই) বেনু মিয়া জানান, রাত অনুমান সোয়া ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেল একে অপরকে ওভারটেক করতে গিয়ে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলে সফিকুল হাসান(২২) নামে এক যুবক নিহত ও মানিক(২১) নামে ১জন মারাত্মক আহত হন।

২টি মোটর সাইকেলই কোম্পানীগঞ্জগামী ছিল। আহত মানিককে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page