০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার মুরাদনগরে ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন বাংলাদেশের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় নতুন কমিটি গঠন গৌরসার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • 37

নিউজ ডেস্ক।।
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর মামলা করা হয়েছে। এতে ৯ জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করা হয়। বাকি আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা করেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

দাউদকান্দি থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার রাত সাড়ে ১১টায় থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। দ্রুত আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।

error: Content is protected !!

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা

তারিখ : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর মামলা করা হয়েছে। এতে ৯ জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করা হয়। বাকি আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা করেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

দাউদকান্দি থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার রাত সাড়ে ১১টায় থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। দ্রুত আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।