০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় র‌্যাব পরিচয়ে বিকাশ প্রতিনিধিকে অপহরণ, ২৭ লাখ টাকা ছিনতাই

  • তারিখ : ১১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 71

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পোশাক পরে বিকাশের দুই প্রতিনিধিকে মাইক্রোবাসে তুলে নিয়েছে একটি চক্র। এসময় তাদের সঙ্গে থাকা ২৭ লাখ টাকার ছিনিয়ে নিয়েছে চক্রটি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় রবিবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে টাকার ব্যাগ হাতিয়ে নিয়ে তাদেরকে চান্দিনায় ফেলে দেয় ওই চক্র।

রবিবার রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকাশের পরিবেশক মো. কুতুব উদ্দিন বলেন, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা ২৭ লাখ টাকা নিয়ে রোববার বিকেলে একটি প্রাইভেট কারে করে কুমিল্লা ফিরছিলেন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও গাড়িচালক মো. মহসিন। মহাসড়কের মিরশ্বান্নী এলাকায় একটি মাইক্রোবাসে করে আসা র‍্যাবের পোশাক পরা পাঁচজন প্রথমে প্রাইভেট কারটি থামাতে বলেন। পরে তাঁরা প্রাইভেট কারে থাকা দুজনকে তাঁদের গাড়িতে তুলে নেন। একপর্যায়ে তাঁদের কাছ থেকে ২৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে সন্ধ্যার পর জেলার চান্দিনা এলাকায় দুজনকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। অপর দিকে ঘটনাস্থল থেকে ওই প্রাইভেট কার দুর্বৃত্তদের একজন চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোনাগাজী এলাকায় ফেলে রেখে যান।

মো. কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় রোববার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ করেছেন তিনি। এ ছাড়া চৌদ্দগ্রাম থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১১–এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (কুমিল্লা) এ কর্মরত উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম রাতে বলেন, ভুক্তভোগীরা এখন তাঁর সামনে আছেন। তাঁদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তরা র‌্যাবের পোশাক ব্যবহার করেছিল কি না, তাঁরা খতিয়ে দেখছেন।

রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, বিষয়টি জানার পর ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। তাঁদের কাছ থেকে বিস্তারিত জেনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী চক্রকে শনাক্তের পাশাপাশি আটকের চেষ্টা চলছে।

error: Content is protected !!

কুমিল্লায় র‌্যাব পরিচয়ে বিকাশ প্রতিনিধিকে অপহরণ, ২৭ লাখ টাকা ছিনতাই

তারিখ : ১১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পোশাক পরে বিকাশের দুই প্রতিনিধিকে মাইক্রোবাসে তুলে নিয়েছে একটি চক্র। এসময় তাদের সঙ্গে থাকা ২৭ লাখ টাকার ছিনিয়ে নিয়েছে চক্রটি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় রবিবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে টাকার ব্যাগ হাতিয়ে নিয়ে তাদেরকে চান্দিনায় ফেলে দেয় ওই চক্র।

রবিবার রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকাশের পরিবেশক মো. কুতুব উদ্দিন বলেন, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা ২৭ লাখ টাকা নিয়ে রোববার বিকেলে একটি প্রাইভেট কারে করে কুমিল্লা ফিরছিলেন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও গাড়িচালক মো. মহসিন। মহাসড়কের মিরশ্বান্নী এলাকায় একটি মাইক্রোবাসে করে আসা র‍্যাবের পোশাক পরা পাঁচজন প্রথমে প্রাইভেট কারটি থামাতে বলেন। পরে তাঁরা প্রাইভেট কারে থাকা দুজনকে তাঁদের গাড়িতে তুলে নেন। একপর্যায়ে তাঁদের কাছ থেকে ২৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে সন্ধ্যার পর জেলার চান্দিনা এলাকায় দুজনকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। অপর দিকে ঘটনাস্থল থেকে ওই প্রাইভেট কার দুর্বৃত্তদের একজন চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোনাগাজী এলাকায় ফেলে রেখে যান।

মো. কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় রোববার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ করেছেন তিনি। এ ছাড়া চৌদ্দগ্রাম থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১১–এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (কুমিল্লা) এ কর্মরত উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম রাতে বলেন, ভুক্তভোগীরা এখন তাঁর সামনে আছেন। তাঁদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তরা র‌্যাবের পোশাক ব্যবহার করেছিল কি না, তাঁরা খতিয়ে দেখছেন।

রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, বিষয়টি জানার পর ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। তাঁদের কাছ থেকে বিস্তারিত জেনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী চক্রকে শনাক্তের পাশাপাশি আটকের চেষ্টা চলছে।