
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনায় সহপাঠীদের সঙ্গে উল্লাসে স্কুলে গিয়েছিল ছয় বছর বয়সী শিশু আমির হামজা। কিন্তু ক্লাস শেষে সেই আনন্দই পরিণত হলো শোকে।
বিদ্যালয় সংলগ্ন নদীতে গোসল করতে নেমে ট্রলারের ঢেউয়ে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রথম শ্রেণির এই শিক্ষার্থীর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিনের ছোট ছেলে ও ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরেনি আমির। বন্ধুদের সঙ্গে সরাসরি নদীর ঘাটে যায় সে। একপর্যায়ে সবাই মিলে নদীতে নামলে হঠাৎ একটি ট্রলারের ঢেউ এসে আমিরকে ভাসিয়ে নেয়। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। এরপর ঘাটে থাকা লোকজন খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর পানির বুদবুদ দেখে দ্রুত তাকে টেনে তোলা হয়। তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী থেকে শুরু করে প্রতিবেশীরাও হতবাক হয়ে পড়েন। শিশু আমিরের মৃত্যুতে এলাকায় নেমে আসে নীরবতা।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”