মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ মো: রমজান আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা উত্তরপাড়া জামে মসজিদের উত্তরপাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশ থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত রমজান আলী একই ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সোনা মিয়ার ছেলে। বরিবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাব উদ্দিন।
মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দ্রন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ টহল ডিউটি চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩১, তারিখ: ১৯.০৭.২০২৫খ্রি:) দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাব উদ্দিন জানান, ২ কেজি গাঁজা সহ চিহিৃত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page