নেকবর হোসেন।।
কুমিল্লায় ফারুক মিয়া ওরফে পান্ডু নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার হোমনা উপজেলার হোমনা পৌর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত যুবক ফারুক মিয়া ওরফে পান্ডু হোমনা পৌরসভার বাগমারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এলাকায় সে পান্ডু ডাকাত নামে পরিচিত বলে জানিয়েছেন হোমনা থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা। তার বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও চারটি ডাকাতি মামলা সহ পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায় পান্ডুর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কে বা কারা তাকে বৃহস্পতিবার গভীর রাতে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে পান্ডুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হোমনা থানার ওসি নাজমুল হুদা আরও জানান, পান্ডু (৩০) ডাকাত নারায়ণগঞ্জে বসবাস করত। ঘটনার রাতে সে এলাকায় আসে। ডাকাতির মালামালের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আরো দেখুন:You cannot copy content of this page