লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে একরাতে দুই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও গোয়াল ঘর দুটি গবাদিপশুর মৃত্যুসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
মঙ্গলবার রাতে লাকসাম পৌর এলাকার উত্তর লাকসাম ও উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লাকসাম উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ।
খবর পেয়ে বুধবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুপুরে আহমেদ উল্ল্যাহ সবুজ বলেন, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়িতে আগুন লাগে। এতে মালামালসহ বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে যায়। এ ছাড়া গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে দুটি পুড়ে মারা গেছে ও দুটির অবস্থা আশংকাজনক।
সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হোসেন মিয়ার পরিবারের।
তিনি বলেন, একই সময় উত্তর লাকসাম এলাকায় কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগেছে। তবে বাড়ির পাশে কয়েল ফ্যাক্টরি থেকেও আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
দুটি ঘটনা একই সময় হওয়ায় উত্তর বাজারে ফায়ার সার্ভিস যাওয়ায় অপর বাড়িটিতে যেতে পারেনি বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ।
ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে; দ্রুত তাদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
আরো দেখুন:You cannot copy content of this page