০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

  • তারিখ : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 866

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অস্বাভাবিকভাবে মৃত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে কবির হোসেন (৭০) এবং দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কবির হোসেন। পরদিন দুপুরে উপজেলার রঘুনাথপুর বিলের একটি ভাসমান কোষা নৌকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগ ও হৃদরোগে ভুগছিলেন।

অন্যদিকে বিকেলে নিজ ঘরে সাইজুদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনিও দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

হঠাৎ একই দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মৃত দুইজনই মানসিক রোগে ভুগছিলেন। কবির হোসেন হৃদরোগীও ছিলেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

error: Content is protected !!

কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

তারিখ : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অস্বাভাবিকভাবে মৃত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে কবির হোসেন (৭০) এবং দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কবির হোসেন। পরদিন দুপুরে উপজেলার রঘুনাথপুর বিলের একটি ভাসমান কোষা নৌকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগ ও হৃদরোগে ভুগছিলেন।

অন্যদিকে বিকেলে নিজ ঘরে সাইজুদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনিও দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

হঠাৎ একই দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মৃত দুইজনই মানসিক রোগে ভুগছিলেন। কবির হোসেন হৃদরোগীও ছিলেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”