০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

  • তারিখ : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 845

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অস্বাভাবিকভাবে মৃত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে কবির হোসেন (৭০) এবং দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কবির হোসেন। পরদিন দুপুরে উপজেলার রঘুনাথপুর বিলের একটি ভাসমান কোষা নৌকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগ ও হৃদরোগে ভুগছিলেন।

অন্যদিকে বিকেলে নিজ ঘরে সাইজুদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনিও দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

হঠাৎ একই দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মৃত দুইজনই মানসিক রোগে ভুগছিলেন। কবির হোসেন হৃদরোগীও ছিলেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

error: Content is protected !!

কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

তারিখ : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অস্বাভাবিকভাবে মৃত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে কবির হোসেন (৭০) এবং দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কবির হোসেন। পরদিন দুপুরে উপজেলার রঘুনাথপুর বিলের একটি ভাসমান কোষা নৌকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগ ও হৃদরোগে ভুগছিলেন।

অন্যদিকে বিকেলে নিজ ঘরে সাইজুদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনিও দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

হঠাৎ একই দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মৃত দুইজনই মানসিক রোগে ভুগছিলেন। কবির হোসেন হৃদরোগীও ছিলেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”